ফতওয়া কোডঃ 85-তাত-09-02-1443
প্রশ্নঃ
মাদরাসা মসজিদে মাসআলা-মাসাইল শিক্ষা অর্জন করা, যেমন শুনেছিঃ একটি মাসাআলা শিক্ষা করলে ১ হাজার নফল নামাজ এর সওয়াব, এটা ঠিক আছে তো?
সমাধানঃ
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে আছে দ্বীনি ইলম এর একটি অধ্যায় শেখা ১ হাজার রাকাআত নফল নামাজের চেয়ে উত্তম, আর মাসআলা-মাসাইল শিক্ষা করা দ্বীনি ইলম শিক্ষা করার অন্তর্ভুক্ত, তাই ইখলাসের সাথে মাসআলা-মাসাইল শিখলে উল্লেখিত ফজিলত পাওয়ার আশা করা যায়।
সূত্রসমূহ
ইবনে মাজাহ শরীফঃ ১/১৪২, ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাতঃ ২/১৯
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।