ফতওয়া কোডঃ 101-সা-18-04-1443
প্রশ্নঃ সরাসরি নামাজি ব্যক্তির সামনে থেকে সরে গেলে গুনাহ হবে?
উত্তর : بسم اللہ الرحمن الرحیم
সরাসরি নামাজী ব্যক্তির একবারে সোজা সামনে বসা ব্যক্তির জন্য নিজ স্থান ত্যাগ করে উঠে যাওয়ার অনুমতি রয়েছে। বিনা প্রয়োজনে এমন কাজ করা অনুচিত।
সুত্রঃ রদ্দুল মুহতারঃ ১/৬৩৬, আহসানুল ফাতাওয়াঃ ৩/৪০৮, এমদাদুল আহকামঃ ১/৮০৯
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।
আপনিসহ এই ফতওয়াটি পড়েছেন মোট 499 জন।