ফতওয়া কোডঃ 101-সা-18-04-1443
প্রশ্নঃ
সরাসরি নামাজি ব্যক্তির সামনে থেকে সরে গেলে গুনাহ হবে?
সমাধানঃ
بسم اللہ الرحمن الرحیم
সরাসরি নামাজী ব্যক্তির একবারে সোজা সামনে বসা ব্যক্তির জন্য নিজ স্থান ত্যাগ করে উঠে যাওয়ার অনুমতি রয়েছে। বিনা প্রয়োজনে এমন কাজ করা অনুচিত।
সুত্রঃ রদ্দুল মুহতারঃ ১/৬৩৬, আহসানুল ফাতাওয়াঃ ৩/৪০৮, এমদাদুল আহকামঃ ১/৮০৯
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।