উযু করার সময় বায়ু বের হলে পুনরায় উযু করতে হবে!

ফতওয়া কোডঃ 129-প-04-06-1443

প্রশ্নঃ

উযু করার সময় যদি বায়ু বের হয় তাহলে কি আবার শুরু থেকে উযু করতে হবে নাকি যেই অঙ্গ ধোয়ার সময় বায়ু বের হয়েছে সেখান থেকে শুরু করলে হবে?

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

যদি সে শরয়ী মাজুর (অপারগ) না হয় তাহলে তার উপর নতুন ভাবে উযু করা আবশ্যক। কেননা হদস (ছোট নাপাক বা বড় নাপাক) তাহারত বা পবিত্ৰতার পরিপন্থি তথা পবিত্ৰতা ভঙ্গকারি। আর বায়ু বের হওয়াটা পুর্বের উযুকে ভেঙ্গে দেয়। উযু ভঙ্গকারি কারনগুলো যেমন পরিপূর্ন উযুকে ভেংগে দেয় তেমনি অপরিপূর্ন উযুকেও ভেঙ্গে দিবে। সুতরাং ঐ ব্যাক্তিকে আবার নতুন ভাবে শুরু থেকে উযু করতে হবে। শুধুমাত্র বাকী অঙ্গগুলো ধৌত করলে চলবেনা।

সুত্রসমূহ

رد المحتار: … والاولى ما في البحر حيث جعل الرابع عدم التلبس في حالة التطهير بما ينقضه في حق غير المعذور بذلك

فيه ايضا: …. (قوله لم يتخلل الوضوء) و( قوله مناف) كخروج ريح ودم لغير المعذور بذلك

الدر المختار: … ثم لم يتخلل الوضوء مناف

البحر الرائق: … عدم التلبس في حالة التطهير بما ينقضه في حق غيرالمعذور

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top