এবছর (১৪৪৫ হিজরী) এর সর্বনিম্ন ফিতরা ১০০/=, সর্বোচ্চ ৩,৫৬০/= টাকা।

বিকাশ অ্যাপের সেভিংস স্কিমের পদ্ধতিতে টাকা সঞ্চয় ও মুনাফা গ্ৰহণ করা হারাম

ফতওয়া কোডঃ 168-সুই-10-01-1444

প্রশ্নঃ

বিকাশ অ্যাপে বর্তমান একটি অপশন চালু হয়েছে সেভিংস স্কিম নামে, এর মাধ্যমে নির্ধারিত মেয়াদে টাকা সঞ্চয় ও নিরাপদে তা বৃদ্ধি হওয়ার সুবিধা পাওয়া যায়। এখন আমার প্রশ্ন হলো এই পদ্ধতিতে টাকা সঞ্চয় ও মুনাফা গ্ৰহণ অথবা মুনাফার অর্থ নিজে না নেয়ার নিয়তে শুধু সঞ্চয় করণ শরিয়ত কতটুকু সমর্থন করে। দয়া করে সঠিক উত্তর দিয়ে বাধিত করবেন। জাযাকুমুল্লাহু খাইরান।

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

বিকাশ অ্যাপের একটি অপশন সেভিংস স্কিমের পদ্ধতিতে টাকা সঞ্চয় ও মুনাফা গ্ৰহণ করা সুদ। যা সম্পূর্ণ হারাম। সুতরাং কেউ যদি না জেনে মুনাফা গ্রহণ করে, সে টাকা সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিতে হবে।

সুত্রসমূহ

سورة البقرة: 275 قال الله تعالى: أحل الله البيع و حرم الربا

مصنف ابن أبي شيبة: رقم 20690 عن علي رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم: كل قرض جر منفعة فهو ربا

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top