ফতওয়া কোডঃ 169-বিপ্র-12-01-1444
প্রশ্নঃ
সুন্নতে খাতনার অনুষ্ঠান করা হয়, আমাদের এখানে এ অনুষ্ঠানে যার খাতনা হয়েছে তাকে গায়ে হলুদ দেয়া হচ্ছে, আমার জানার বিষয় হল এগুলো কুসংস্কার কিনা বা এটা করা জায়েয আছে কিনা!
সমাধানঃ
সুন্নতে খতনা উপলক্ষ্যে কোনো অনুষ্ঠানের আয়োজন করার প্রমাণ পাওয়া যায় না। তাছাড়া বর্তমানে যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করা হয় ও যার খাৎনা করা হয় তার গায়ে হলুদ মাখার যে রেওয়াজ চালু হয়েছে তা অবশ্যই বর্জনীয়। এছাড়া এতে গান-বাদ্য অথবা শরীয়তবিরোধী কোনো কিছু থাকলে তা সম্পূর্ণ নাজায়েয হবে।
সুত্রসমূহ
سنن أبي داود: رقم 3989 عَنْ ابْنِ عُمَرَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
سنن أبي داود: 4/60 عن علي رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم: كل قرض جر منفعة فهو ربا
سنن أبي داود: رقم 4927 عن عَبْدَ اللَّهِ بن مسعود: قال: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: الْغِنَاءُ يُنْبِتُ النِّفَاقَ فِي الْقَلْبِ
خلاصة الفتاوى: 2/132 عن عَبْدَ اللَّهِ بن مسعود: قال: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: الْغِنَاءُ يُنْبِتُ النِّفَاقَ فِي الْقَلْبِ
সংসদ বাংলা অভিধান: পৃ. ১৬৯, গায়ে হলুদ সম্বন্ধে সংসদ বাংলা অভিধান বলছে: গায়ে-হলুদ, বিবাহের অব্যবহিত পূর্বে পাত্রপাত্রীকে হলুদ মাখাইয়া স্নান করানর হিন্দু সংস্কার বিশেষ।
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।