ইনসুলিন বা ইনজেকশন ব্যবহরে রোজার কোন ক্ষতি হয় কি?

ফতওয়া কোডঃ 186-স-26-08-1444

প্রশ্নঃ

১. রমাযান মাস আসছে। অনেক মানুষ এমন আছে যারা ডাইবেটিসে আক্রান্ত এবং খাবারের ১৫ মিনিট পূর্বে ইনসুলিন নিতে হয়। তারা কি ইফতারের সময়ের ১৫ মিনিট পূর্বে ইন্সুলিন নিতে পারবে এবং এতে কি রোজার কোন ক্ষতি হবে?

২. যাদের ঘড়ি ধরে সময় মত এন্টিবায়োটিক খেতে হয় তাদেত করনীয় কি? তারা কি উক্ত সময়ে ওষুধের ইনজেকশন ভার্সন ব্যাবহার করতে পারবে? দয়া করে রমজানের পূর্বে জানালে ভাল হয়। জাযাকাল্লাহ।

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

প্রশ্নে বর্নিত সুরতে ডাইবেটিসে আক্রান্ত রেগীর খাবারের ১৫ মিনিট পূর্বে ইনসুলিন নিতে কোন সমস্যা নেই। আর এন্টিবায়োটিক ওষুধের ইনজেকশন ভার্সনও ব্যাবহার করতে পারবে, রোজার কোন ক্ষতি হবে না।

সুত্রসমূহ

امداد الفتاوی: 2/144-147

فتاوی دار العلوم دیوبند: 6/40-409

فتاوی محمودیہ: 15/173/179

3/212 :آپ کے مسائل اور ان کا حل

امداد الفتاوی: 3/133-134

و الله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top