এবছর (১৪৪৫ হিজরী) এর সর্বনিম্ন ফিতরা ১০০/=, সর্বোচ্চ ৩,৫৬০/= টাকা।

নিচতলায় মেহরাবের ওপরে কালেমা লেখা আছে, দ্বিতীয় তলায় প্রথম কাতারে দাঁড়ালে গুনাহ হবে কিনা?

ফতওয়া কোডঃ 188-আমামা-10-09-1444

প্রশ্নঃ

আমাদের মসজিদটি দুই তলা বিশিষ্ট, নিচতলায় মেহরাবের ওপরে আমাদের কালেমা লেখা আছে, আমার জানার বিষয় হল, আমরা যখন দ্বিতীয় তলায় প্রথম কাতারে দাঁড়াচ্ছি তখনতো নিচতলার উক্ত কালেমা আমাদের পায়ের নিচে চলে আসছে, এক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা?

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

না, এ ক্ষেত্ৰে কোন গুনাহ হবেনা, কোন মাকরুহও হবেনা।

সুত্রসমূহ

الفتاوى الهندية: كتاب الكراهت. الباب الخامس. وفيه. واذا كتب اسم الله تعالى علي كاغد.ووضع تحت طنفسة يجلسون عليها فقد قيل يكره وقيل لا يكره.وقال الا ترى لو وضع في البيت لا باءس بالنوم علي سطحه.الي اخره

و الله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top