ফতওয়া কোডঃ 28-জাস-28-10-1442
প্রশ্নঃ
দান-সদকার ক্ষেত্রে রাস্তার ভিক্ষুক-ফকিরদের অন্য দ্বীনদার ফকিরদের চেয়ে অগ্রাধিকার দেওয়া কেমন?
সমাধানঃ
بسم الله الرحمن الرحيم
দান-সদকা করার সওয়াব এর কাজ, ইখলাসের সাথে দান-সদকা করা অতি জরুরী। তবে সুস্থ-সবল সম্পদ সঞ্চয়কারী ফকিরদের দান করা থেকে বিরত থাকা উচিত এবং দানের ব্যাপারে দ্বিনদার ফকিরদের অগ্রাধিকার দেওয়া উত্তম।
সুত্রসমূহ
سنن ترمذي: 661
الفقه الإسلامي: 3/396
فتاوى فقيه الملت: 5/409
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।