Darul Ifta, Rahmania Madrasah Sirajganj, Bangladesh.

গরু, ছাগল, কুকুর, শুয়োর, জানোয়ার, শয়তান ইত্যাদি বলে উস্তাদ ছাত্রকে গালি দিতে পারবে না

ফতওয়া কোডঃ 34-আআ-07-11-1442

প্রশ্নঃ গরু, ছাগল, কুকুর, শুয়োর, জানোয়ার, শয়তান ইত্যাদি বলে উস্তাদ ছাত্রকে গালি দেয়া বৈধ?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

প্রশ্নে বর্ণনামতে উক্ত শব্দ দ্বারা উস্তাদ ছাত্রকে গালি দেয়া বৈধ নয়, এমন গালি দেয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

সুত্রঃ হেদায়াঃ ৪/১৩২, বাদাইয়ুস সানায়েঃ ৭/৬৩, দুররুল মুখতারঃ ৪/৬৯

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

দ্বীনি কাজের জন্য জমানো টাকা হারিয়ে গেলে ক্ষতিপূরণ দিতে হবে কি?

ফতওয়া কোডঃ 33-জাস-29-10-1442

প্রশ্নঃ দ্বীনি কাজের জন্য জমানো টাকা হারিয়ে গেলে তার বিধান কি? ক্ষতিপূরণ দিতে হবে কিনা?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

প্রশ্নে বর্ণনামতে যদি উক্ত জমানো টাকার মধ্যে মান্নতের নিয়ত না করা থাকে, অনেক খোঁজাখুঁজি করার পর না পাওয়া যায়, তাহলে উক্ত হারিয়ে যাওয়া টাকায় দান সদকার নিয়ত করবে এবং কোনো ক্ষতিপূরণ দিতে হবে না।

সুত্রঃ বাদায়েউস সানায়েঃ ৫/৮১, আপকে মাসায়েল আওর উনকা হলঃ ৩/৪১৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাতঃ ৭/৪২৪

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

নামাজের মধ্যে মুক্তাদী ইমামের আগে কোন রুকন আদায় করলে নামায ভেঙে যায়!

ফতওয়া কোডঃ 32-সা-29-10-1442

প্রশ্নঃ নামাজের মধ্যে মুক্তাদী ব্যক্তির ইমামের আগে নামাজের কোন রুকন আদায় করার ব্যাখ্যা কি?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

নামাজে ইমাম সাহেবের আগে মুক্তাদি ব্যক্তির রুকু-সিজদাসহ যেকোনো রুকনে (নামাজের পুরো একটি স্তম্ভ) চলে যাওয়া অবৈধ। এ অবস্থায় ইমাম সাহেব যদি মুক্তাদী ব্যক্তিকে ওই রুকনে পায়, তাহলে নামাজ আদায় হয়ে গেলেও ওই মুক্তাদি ব্যক্তি গুনাহগার হবে। আর ইমাম সাহেব যদি তাকে ওই রুকনে না পায়, তাহলে ওই মুক্তাদি ব্যক্তির নামাজ ভেঙে যাবে।

সুত্রঃ বুখারি শরিফ, হাদিসঃ ৬৯১, হিন্দিয়াঃ ১/১০৭

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

ইকামত দেওয়ার সময় হাঁটাচলা করা ঠিক নয়!

ফতওয়া কোডঃ 31-সা-29-10-1442

প্রশ্নঃ

মুআজ্জিন সাহেব ইকামতের সময় হাঁটাচলা করেন, এক কাতার থেকে অন্য কাতারে যান, মুআজ্জিন সাহেবের ইকামতের উক্ত পদ্ধতি সঠিক কিনা, তাকে পুনরায় ইকামত দিতে হবে কিনা?

সমাধানঃ

بسم الله الرحمن الرحيم

মুআজ্জিন সাহেব উক্ত কাজ ঠিক করেননি, ইকামতের সময় এমন কাজ করা অনুত্তম, তবে এক্ষেত্রে পুনরায় ইকামত দেওয়ার প্রয়োজন নেই ইকামত আদায় হয়ে গেছে।

সুত্রসমূহ

المحيط البرهاني: 1/345

فتاوي قاضيخان: 1/38

البحر الرائق: 1/257

فتاوي فقيه الملت: 3/214

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

যাদের চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি আছে!

ফতওয়া কোডঃ 30-সা-29-10-1442

প্রশ্নঃ

১. আমাদের এক মুসল্লী ভাই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন, কিন্তু নামাজের সময় হাঁটু ভাজ করতে পারেন না, আসলেই সে হাটু ভাজ করতে অপারগ, এক্ষেত্রে সে কিভাবে নামাজ আদায় করবে?

২. হাঁটুতে প্রচন্ড ব্যথা হওয়ার কারণে সিজদায় যাওয়া এবং সিজদা থেকে ওঠা খুবই কষ্টকর, এক্ষেত্রে আমি চেয়ারে বসে নামাজ পড়তে পারব?

৩. কিছু সমস্যার কারনে আমি জমিনে বসতে অপারগ, তাহলে আমি নামাজ কিভাবে আদায় করব?

৪. সিজদা করতে অক্ষম ব্যক্তি চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবেন?

সমাধানঃ

بسم الله الرحمن الرحيم

১. সত্যিই যদি উক্ত মুসল্লী হাটু ভাজ করতে অপারগ হয়, তাহলে বসতে পারলে বসে ইশারায় নামাজ আদায় করবে, অন্যথায় চেয়ারে বসে ইশারায় নামাজ আদায় করার অনুমতি আছে।

২. জমিনে বসে ইশারায় নামাজ পড়বেন, তবুও যদি সমস্যা হয় তাহলে চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি রয়েছে, তবে জমিতে বসে পড়াই উত্তম।

৩. সত্যই যদি আপনি শরীয়ত সম্মত সমস্যার কারণে জমিনে বসতে অপারগ হন, তাহলে চেয়ারে বসে ইশারায় নামাজ আদায় করবেন, তবে রুকুতে যতটুকু মাথা ঝুকাবেন সিজদার সময় ইশারার মধ্যে রুকুর চাইতে বেশি মাথা ঝুকাতে হবে।

৪. জমিনে বসে নামাজ পড়াই উত্তম হবে, তবে অনুত্তম হলেও চেয়ারে বসতে পারবে, চেয়ারে বসে নামাজ পড়লে ইশারায় রুকু সিজদা করবে, সেজদা করতে অক্ষম ব্যক্তির কিয়াম রহিত হয়ে যায়, তাই চেয়ারে বসে ইশারায় নামাজ পড়া অবস্থায় দাঁড়াতেও পারবে।

সুত্রসমূহ

الهداية: 1/345

المحيط البرهاني: 2/141

الفتاوى الهندية: 1/136‎‎

الدر المختار: 2/97

رد المحتار: 2/92

البحر الرائق: 2/201

احسن الفتاوى: 4/51, 4/55

السنن الكبرى للبهاقي: 2/620

مراقى الفلاح: 1/167

فتاوى فقيه الملت: 4/235-236, 4/241-242, 4/245-247

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

নারীদের সাজ-সজ্জা করার জন্য নাক-কান ছিদ্র করা শরীয়ত সম্মত!

ফতওয়া কোডঃ 29-নামা,পোপ-28-10-1442

প্রশ্নঃ

সমাজ এর প্রচলন আছে, নারীদের নাক-কান ছিদ্র করে বিভিন্ন অলংকার লাগানো হয়, সাধারণত ধারালো ছুরি দিয়ে ফোটা করা হয়, এতে প্রকাশ্যে তাদের ওপর জুলুম করা হয় বলে মনে হয়, শরীয়ত এ ব্যাপারে কি বলে?

সমাধানঃ

بسم الله الرحمن الرحيم

নারীদের সাজ-সজ্জা করার জন্য নাক-কান ছিদ্র করা হারাম নয় বরং শরীয়ত সম্মত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় কান ছিদ্র করা হতো, এ কাজ থেকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিষেধ করেননি, উলামায়ে কেরাম এই কান ছিদ্র করার উপর ইজতেহাদ করে নাক ছিদ্র করাকেও জায়েজ বলেছেন।

সুত্রসমূহ

فتاوى محمودية: 19/371

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

সুস্থ-সবল, সম্পদ সঞ্চয়কারী ফকিরদের দান করা থেকে বিরত থাকা উচিত

ফতওয়া কোডঃ 28-জাস-28-10-1442

প্রশ্নঃ

দান-সদকার ক্ষেত্রে রাস্তার ভিক্ষুক-ফকিরদের অন্য দ্বীনদার ফকিরদের চেয়ে অগ্রাধিকার দেওয়া কেমন?

সমাধানঃ

بسم الله الرحمن الرحيم

দান-সদকা করার সওয়াব এর কাজ, ইখলাসের সাথে দান-সদকা করা অতি জরুরী। তবে সুস্থ-সবল সম্পদ সঞ্চয়কারী ফকিরদের দান করা থেকে বিরত থাকা উচিত এবং দানের ব্যাপারে দ্বিনদার ফকিরদের অগ্রাধিকার দেওয়া উত্তম।

সুত্রসমূহ

سنن ترمذي: 661

الفقه الإسلامي: 3/396

فتاوى فقيه الملت: 5/409

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

আর্থিক সংস্থা-সংগঠন বিলুপ্তি পর বেঁচে যাওয়া টাকার মালিক কে?

ফতওয়া কোডঃ 27-অলে-28-10-1442

প্রশ্নঃ

আমাদের একটি সংস্থা বা সংগঠনের ফান্ড আছে, সংগঠনের কার্যক্রম আপাতত বন্ধ, ফান্ডে কিছু টাকা বেঁচে আছে, এখন এই টাকার হুকুম কি?

সমাধানঃ

بسم الله الرحمن الرحيم

উক্ত সংস্থা বা সংগঠনের ফান্ডে বেঁচে যাওয়া টাকা সমূহের মালিকরা/সদস্যগণ যদি উক্ত টাকার ওপর মালিকানা ছেড়ে দিয়ে থাকেন বা ভারপ্রাপ্ত দায়িত্বশীলকে খরচের অনুমতি প্রদান করে থাকেন, তাহলে সেটা দান করাসহ যেকোন কাজে খরচ করা বৈধ হবে। অন্যথায় মালিকদের মালিকানা টাকা হিসেবে উক্ত টাকা মালিকদের নির্দেশনা মোতাবেক খরচ করতে হবে।

সুত্রসমূহ

فتاوى محمودية: 6/260

فتاوى فقيه الملت: 12/321

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

বিনা প্রয়োজনে ভ্রু প্লাক করা শরীয়ত সম্মত নয়!

ফতওয়া কোডঃ 26-নামা,বিপ্র-25-10-1442

প্রশ্নঃ

গুরুত্বপূর্ণ প্রয়োজনে ভ্রু প্লাক করার শরীয়ত সম্মত বিধান কি?

সমাধানঃ

بسم الله الرحمن الرحيم

প্রচলিত ফ্যাশন অনুযায়ী ভ্রু প্লাক করা শরীয়ত সম্মত নয়, তবে ভ্রু বড় হয়ে গেলে বা এলোমলো হলে স্বাভাবিক করার জন্য প্রয়োজন অনুযায়ী কাটার অনুমতি আছে, বিনা প্রয়োজনে ভ্রু প্লাক করা জায়েজ নেই।

সুত্রসমূহ

صحيح البخاري: 5939‎‎

رد المحتار: 6/373

فتاوى فقيه الملت: 12/41

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

বিনিময় ছাড়া খতম তারাবীহর ব্যবস্থা না থাকলে, সুরা তারাবিহ পড়া উত্তম!

ফতওয়া কোডঃ 25-সা-13-10-1442

প্রশ্নঃ

যদি সকল মসজিদের সকল খতম তারাবীহর নামাযের ইমাম খতম তারাবীহর বিনিময় গ্রহণ করেন, তাহলে এমন ইমামের পিছনে খতম তারাবীহ পড়বো? না কি করব?

সমাধানঃ

بسم الله الرحمن الرحيم

বিনিময় ছাড়া খতম তারাবীহর ব্যবস্থা না থাকলে, ফরজ নামাজ মসজিদে পড়ে সুরা তারাবিহ পড়া উত্তম।

সুত্রসমূহ

رد المحتار: 6/55

كفاية المفتى: 3/409

فتاوى فقيه الملت: 5/46

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading