Darul Ifta, Rahmania Madrasah Sirajganj

জবাইকারীকে কুরবানীর পশু থেকে পারিশ্রমিক দেওয়া যাবে না

ফতওয়া কোডঃ 43-যকু-11-11-1442

প্রশ্নঃ জবাইকারীকে কুরবানীর পশু থেকে পারিশ্রমিক দেওয়া কেমন?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

কুরবানী পশু জবাই করে পারিশ্রমিক দেওয়া-নেওয়া জায়েয। তবে কুরবানীর পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না।

সুত্রঃ কিফায়াতুল মুফতীঃ ৮/২৬৫

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

আপনিসহ এই ফতওয়াটি পড়েছেন মোট 469 জন।