যবিহা ও কুরবানী

যিলহজ মাসের প্রথম ১০ দিনে নখ-চুল না কাটার আমল কাদের জন্য?

ফতওয়া কোডঃ 162-যকু-28-11-1443

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম, যিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে ঈদের নামাজ পর্যন্ত যিনি কুরবানি দেয় শুধু কি সে তার হাত-পায়ের নখ ও পশম কাটবে না? নাকি তার পরিবারের সকল সদস্যদের কাটা নিষেধ?

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

যারা কুরবানি করতে সক্ষম এমনটি নয় বরং যারা কুরবানি করতে সক্ষম নয় তারাও এই আমল পালন করতে পারে। অর্থাৎ যিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে ঈদের নামাজ পর্যন্ত নিজের চুল, নখ, গোঁফ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে পারে। কেননা যে কোনো মুসলমান যদি এ দিনগুলোতে চুল, নখ, গোঁফ ইত্যাদি না কেটে ঈদের দিন কাটে, তবে তাদের পূর্ণ কুরবানির সওয়াব দেওয়া হবে বলে হাদীসে বর্ণিত হয়েছে।

সুত্রসমূহ

صحيح المسلم: رقم 1977

صحيح المسلم: رقم 6575

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশন দিয়ে মোটা করা গরু দিয়ে কি কুরবানী হবে?

ফতওয়া কোডঃ 153-যকু-25-08-1443

প্রশ্নঃ

স্টেরয়েড জাতীয় ওষুধ (ইঞ্জেকশন) দিয়ে মোটা তাজা করা গরু দিয়ে কি কুরবানি হবে?

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

যদি পশুতে কুরবানী শুদ্ধ হওয়ার অন্য সকল শর্ত পাওয়া যায় তাহলে স্টেরয়েড জাতীয় ওষুধ (ইঞ্জেকশন) দিয়ে মোটা তাজা করা গরু দিয়ে কুরবানী জায়েয হবে। কুরবানী করতে কোন সমস্যা হবেনা। তবে খামারীদের উচিৎ অধিক মুনাফার আশায় এই ধরনের গর্হিত কাজ থেকে বিরত থাকা।

সুত্রসমূহ

الموسوعة الفقهيية: والاصل الذي دل علي اشتراط السلامة من هذه العيوب كلها ما صح عن النبي صلي.انه قال لا تجزي من الضحاىا اربع..العوراء البيين عورها العرجاء البيين عرجها المريصة البيين مرضها والعجفاء التي لا تنقي

سنن ابی داؤد: 3/235

سنن النسائي: 7/214

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

পাগল পশুর কুরবানীর বিধান

ফতওয়া কোডঃ 60-যকু-28-11-1442

প্রশ্নঃ  পাগল পশুর কুরবানীর বিধান কি?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

পাগল পশু কুরবানী করা জায়েয। তবে যদি এমন পাগল হয় যে, ঘাস পানি দিলে খায় না এবং মাঠেও চরে না তাহলে সেটার কুরবানী জায়েয হবে না।

সুত্রঃ আননিহায়া ফী গরীবিল হাদীসঃ ১/২৩০, বাদায়েউস সানায়েঃ ৪/২১৬, ইলাউস সুনানঃ ১৭/২৫২

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

নিজের কুরবানীর গোশত নিজে খাওয়ার বিধান

ফতওয়া কোডঃ 59-যকু-28-11-1442

প্রশ্নঃ  নিজের কুরবানীর গোশত নিজে খাওয়ার বিধান কি?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

কুরবানীদাতার জন্য নিজ কুরবানীর গোশত খাওয়া মুস্তাহাব।

সুত্রঃ সূরা হজ্বঃ ২৮, সহীহ মুসলিমঃ ২২/১৫৯, মুসনাদে আহমদ, হাদীসঃ ৯০৭৮, বাদায়েউস সানায়েঃ ৪/২২৪

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

হাজীরা ঈদুল আযহার কুরবানী করতে পারবে?

ফতওয়া কোডঃ 58-যকু-28-11-1442

প্রশ্নঃ হাজীরা ঈদুল আযহার কুরবানী করতে পারবে?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

যেসকল হাজী কুরবানীর দিনগুলোতে মুসাফির থাকবে তাদের উপর ঈদুল আযহার কুরবানী ওয়াজিব নয়। কিন্তু যে হাজী কুরবানীর কোনো দিন মুকীম থাকবে সামর্থ্যবান হলে তার উপর ঈদুল আযহার কুরবানী করা জরুরি হবে।

সুত্রঃ ফাতাওয়া হিন্দিয়াঃ ৫/২৯৩, আদ্দুররুল মুখতারঃ ৬/৩১৫, বাদায়েউস সানায়েঃ ৪/১৯৫, ইমদাদুল ফাতাওয়াঃ ২/১৬৬

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে কুরবানী করা অতিউত্তম

ফতওয়া কোডঃ 57-যকু-28-11-1442

প্রশ্নঃ নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে কুরবানী করা জায়েয?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

সামর্থ্যবান ব্যক্তির রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে কুরবানী করা অতিউত্তম, এটি বড় সৌভাগ্যের বিষয়ও বটে। নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আলী রা. কে তার পক্ষ থেকে কুরবানী করার ওসিয়্যত করেছিলেন। তাই তিনি প্রতি বছর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকেও কুরবানী করতেন।

সুত্রঃ সুনানে আবু দাউদঃ ২/২৯, জামে তিরমিযীঃ ১/২৭৫, ইলাউস সুনানঃ ১৭/২৬৮, মিশকাতঃ ৩/৩০৯

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

কুরবানী করার উত্তম দিন

ফতওয়া কোডঃ 56-যকু-28-11-1442

প্রশ্নঃ কুরবানী করার উত্তম দিন কোনটি?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

১ম দিন কুরবানী করা অধিক উত্তম, এরপর দ্বিতীয় দিন, এরপর তৃতীয় দিন।

সুত্রঃ রদ্দুল মুহতারঃ ৬/৩১৬, আদ্দুররুল মুখতারঃ ৬/৩১৭, কাযীখানঃ ৩/৩৫

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

খাসীকৃত ছাগল দ্বারা কুরবানীর বিধান

ফতওয়া কোডঃ 55-যকু-28-11-1442

প্রশ্নঃ খাসীকৃত ছাগল দ্বারা কুরবানীর বিধান কি?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

খাসিকৃত ছাগল দ্বারা কুরবানী করা ‍শুধু জায়েয নয় বরং উত্তম।

সুত্রঃ ফাতহুল কাদীরঃ ৮/৪৯৮, মাজমাউল আনহুরঃ ৪/২২৪, ইলাউস সুনানঃ ১৭/৪৫৩

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

কুরবনীদাতা ও তার পশু ভিন্নস্থানে হলে উক্ত পশু কুরবানীর বিধান

ফতওয়া কোডঃ 54-যকু-28-11-1442

প্রশ্নঃ কুরবনীদাতা ও তার পশু ভিন্নস্থানে হলে উক্ত পশু কুরবানীর বিধান কি?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

কুরবানীদাতা এক স্থানে আর তার কুরবানীর পশু অন্যস্থানে থাকলে কুরবানীদাতার ঈদের নামায পড়া বা না পড়া ধর্তব্য নয়, বরং পশু যে এলাকায় আছে ওই এলাকায় ঈদের জামাত হয়ে গেলে পশু জবাই করলে কুরবানী আদায় হয়ে যাবে।

সুত্রঃ আদ্দুররুল মুখতারঃ ৬/৩১৮

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

কুরবানীর চামড়া কুরবানীদাতা নিজে ব্যবহার করতে পারবে

ফতওয়া কোডঃ 51-যকু-11-11-1442

প্রশ্নঃ কুরবানীর চামড়া কুরবানীদাতা নিজে ব্যবহার করতে পারবে?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

কুরবানীর চামড়া কুরবানীদাতা নিজেও ব্যবহার করতে পারবে। তবে কেউ যদি নিজে ব্যবহার না করে বিক্রি করে তবে বিক্রিলব্ধ মূল্য পুরোটা সদকা করা জরুরি।

সুত্রঃ ফাতাওয়া হিন্দিয়াঃ ৫/৩০১

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading