Darul Ifta, Rahmania Madrasah Sirajganj

রাতেও কুরবানী করা যায়েয!

ফতওয়া কোডঃ 45-যকু-11-11-1442

প্রশ্নঃ রাতের বেলা কুরবানী করা কেমন?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

১০ ও ১১ তারিখ দিবাগত রাতে কুরবানী করা জায়েয। তবে রাতে আলোস্বল্পতার দরুণ জবাইয়ে ত্রুটি হতে পারে বিধায় রাতে জবাই করা অনুত্তম। অবশ্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে রাতে জবাই করতে কোনো অসুবিধা নেই।

সুত্রঃ ফাতাওয়া খানিয়াঃ ৩/৩৪৫, আদ্দুররুল মুখতারঃ ৬/৩২০, ফাতাওয়া হিন্দিয়াঃ ৫/২৯৬, আহসানুল ফাতাওয়াঃ ৭/৫১০

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

আপনিসহ এই ফতওয়াটি পড়েছেন মোট 521 জন।