ফতওয়া কোডঃ 52-আআ-22-11-1442
প্রশ্নঃ
মাদ্রাসার রশিদ বই, চাঁদা উত্তোলনের কুপন বা মাহফিল এর পোস্টারে “আল্লাহ” শব্দ ব্যবহারের বিধান কি?
সমাধানঃ
بسم الله الرحمن الرحيم
যে জায়গায় “আল্লাহ” শব্দ ব্যবহার করলে এ শব্দের সাথে বেয়াদবির আশঙ্কা থাকে, এ সমস্ত জায়গায় “আল্লাহ” শব্দ ব্যবহার করা জায়েজ নেই, মাদ্রাসার রশিদ বই, চাঁদা উত্তোলনের কুপন বা মাহফিল এর পোস্টারে “আল্লাহ” শব্দ ব্যবহারে বেয়াদবি হয়ে যেতে পারে, তাই এ সমস্ত স্থানে “আল্লাহ” শব্দ ব্যবহার থেকে সর্বোচ্চ সতর্কতাসহ বিরত থাকতে হবে ।
সুত্রসমূহ
তাবয়িনুল হাকায়েকঃ ১/৫৮, মুসলিম শরীফঃ হাদিস নং ১৮৬৯, আদ্দুররুল মুখতারঃ ৪/১৩০, হিন্দিয়াঃ ৫/৩২৩, ফাতাওয়ায়ে মাহমুদিয়াঃ ৩/৫৩৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাতঃ ১২/৩৪৫
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।