ফতওয়া কোডঃ 59-যকু-28-11-1442
প্রশ্নঃ নিজের কুরবানীর গোশত নিজে খাওয়ার বিধান কি?
উত্তরঃ بسم الله الرحمن الرحيم
কুরবানীদাতার জন্য নিজ কুরবানীর গোশত খাওয়া মুস্তাহাব।
সুত্রঃ সূরা হজ্বঃ ২৮, সহীহ মুসলিমঃ ২২/১৫৯, মুসনাদে আহমদ, হাদীসঃ ৯০৭৮, বাদায়েউস সানায়েঃ ৪/২২৪
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।
আপনিসহ এই ফতওয়াটি পড়েছেন মোট 486 জন।