ফতওয়া কোডঃ 71-ইআ-07-02-1443
প্রশ্নঃ হযরত ইমাম মাহদী রহ. এর আবির্ভাব অস্বীকার করার বিধান জানতে চাই!
উত্তরঃ بسم الله الرحمن الرحيم
হযরত ইমাম মাহদী রহ. এর আবির্ভাব অস্বীকার করা কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এর দলিলে সর্বসম্মতিক্রমে কুফুরী!
সূত্রঃ আবু দাউদ শরীফঃ ৪/১৮৩১-১৮৩২, তিরমিযী শরিফঃ ৪/২৪৫, ফাতাওয়ায়ে হক্কানিয়াঃ ১-১৬৫-১৬৬
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।