হাটা-চলা ও সফর-বৈঠকে দুআ-তাসবিহ পড়া নাজায়েজ?

ফতওয়া কোডঃ 76-দুই-07-02-1443

প্রশ্নঃ

হাটা-চলা ও সফর-বৈঠকে দুআ-তাসবিহ পড়া কি নাজায়েজ?

সমাধানঃ

بسم الله الرحمن الرحيم

নাজায়েজ নয়, বরং হাটা-চলা ও সফর-বৈঠকে দুআ-তাসবিহ পড়া জায়েজ ও প্রশংসনীয়।

সূত্রসমূহ

সুরা আলে ইমরানঃ ১৯১, ইহইয়াউ উলুমিদ দ্বীনঃ ১/২৯৪ ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাতঃ ২/২৫১

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top