Darul Ifta, Rahmania Madrasah Sirajganj

রসুলুল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি কারো হাতে বাইআত ছিলেন?

ফতওয়া কোডঃ 75-তাসুত-07-02-1443

প্রশ্নঃ রসুলুল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কার হাতে বাইআত ছিলেন?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

রসুলুল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহিবে শরীয়ত, তার ব্যাপারে বাইআতের প্রশ্নই আসে না ।

সূত্রঃ ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাতঃ ২/২১২

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

আপনিসহ এই ফতওয়াটি পড়েছেন মোট 445 জন।