উলামায়ে দেওবন্দ সত্যিকারের আহলে সুন্নত ওয়াল জামাআত!

ফতওয়া কোডঃ 123-ইজী,বিফা-17-05-1443

প্রশ্নঃ

উলামায়ে দেওবন্দ কি সত্যিকারের আহলে সুন্নত ওয়াল জামাআত? অনেকে এদেরকে মুশরিক বলে, অনেকে বিদআতী বলে!

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

নির্ভরযোগ্য তথ্য মতে উলামায়ে দেওবন্দ সত্যিকারের আহলে সুন্নত ওয়াল জামাআত এর অন্তর্ভুক্ত। দারুল উলুম দেওবন্দ এর প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত দারুল উলুম দেওবন্দ ও তার অনুসারীরা আলহামদুলিল্লাহ হকের উপর রয়েছেন ও কুরআন-সুন্নাহর পক্ষে কাজ করে যাচ্ছেন।

হযরত কাসেম নানুতুবী রহ. হযরত রশিদ আহমদ গাঙ্গুহী রহ. হযরত আশরাফ আলী থানবী রহ. ও কুতুবে আলম হযরত হুসাইন আহমাদ মাদানী রহ. যারা আকাবিরে দেওবন্দ ছিলেন, তারা ছাড়া আরও যারা ছিলেন ও এখনও আছেন সকলে রসুলুল্লাহ সল্লল্লাহু আলাইহ ওয়া সাল্লামের সুন্নতের সাচ্চা-পাক্কা অনুসারী।

উলামায়ে দেওবন্দ এখনও বিদআত দমন ও এহইয়ায়ে সুন্নতের কাজে নিজের জীবন বিসর্জন করে আসছেন। তাই হাদিসের ভাষায় আহলে সুন্নত ওয়াল জামাআতের যেই গুনাবলী রয়েছে তা সবই উলামায়ে দেওবন্দের মধ্যে বিদ্যমান। তাই উলামায়ে দেওবন্দকে সত্যিকারের আহলে সুন্নত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত বলা একজন সত্যিকারের মুসলমানের তাকওয়া ও কৃতজ্ঞতাবধের দাবী রাখে।

সুত্রসমূহ

غلط فہمیوں کا ازالہ: مکمل

تحفة الجنہ لأہل السنة: مکمل

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top