ফতওয়া কোডঃ 25-সা-13-10-1442
প্রশ্নঃ
যদি সকল মসজিদের সকল খতম তারাবীহর নামাযের ইমাম খতম তারাবীহর বিনিময় গ্রহণ করেন, তাহলে এমন ইমামের পিছনে খতম তারাবীহ পড়বো? না কি করব?
সমাধানঃ
بسم الله الرحمن الرحيم
বিনিময় ছাড়া খতম তারাবীহর ব্যবস্থা না থাকলে, ফরজ নামাজ মসজিদে পড়ে সুরা তারাবিহ পড়া উত্তম।
সুত্রসমূহ
رد المحتار: 6/55
كفاية المفتى: 3/409
فتاوى فقيه الملت: 5/46
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।
আপনিসহ এই ফতওয়াটি পড়েছেন মোট 426 জন।