অবৈধ প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করেছি, এখন বের হওয়ার জন্য কি করতে হবে?

ফতওয়া কোডঃ 83-শেব্য-09-02-1443

প্রশ্নঃ না জেনে অবৈধ প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করেছি, এখন এখান থেকে বের হওয়ার জন্য কি করতে হবে?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

উক্ত প্রতিষ্ঠানের শেয়ার সমূহ যে কোন ভাবে স্টক একচেঞ্জকে হস্তান্তর করে দিয়ে মূলধন ফেরত নিবেন, লভ্যাংসের টাকা সওয়াবের নিয়ত ছারা সদকা করে দিবেন।

সূত্রঃ আহসানুল ফাতাওয়াঃ ৭/১২, ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাতঃ ১০/৫৫

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading