কিসাসের জন্য হত্যাকারীকে অনুসরন করা কি জরুরী?
ফতওয়া কোডঃ 82-হুকি-09-02-1443
প্রশ্নঃ কিসাসের জন্য হত্যাকারী যেভাবে হত্যা করেছে, সেটা হুবাহু অনুসরন জরুরী কি?
উত্তরঃ بسم الله الرحمن الرحيم
কিসাসের জন্য তরবারী বা ধারালো অস্ত্র বব্যহার করা হবে, হত্যাকারীকে অনুসরন করা যাবে না।
সূত্রঃ ইবনে মাজাহ শরীফ ২/৮৮৯, ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ ৬/৪
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।