ফতওয়া কোডঃ 37-ইজী-08-11-1442
প্রশ্নঃ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের তারিখ জানতে চাই?
উত্তরঃ بسم الله الرحمن الرحيم
কুরআন-সুন্নাহ, ইতিহাসের তথ্য অনুযায়ী ১/২ রবিউল আউয়াল ১১ হিজরীতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত হয়, ২ তারিখের বর্ণনাটিকে ঐতিহাসিকগণ প্রাধান্য দিয়েছেন।
সুত্রঃ ফাতহুল বারীঃ ৭/৭৩৬, আহসানুল ফাতাওয়াঃ ২/৩৬৮
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।
আপনিসহ এই ফতওয়াটি পড়েছেন মোট 465 জন।