ফতওয়া কোডঃ 36-আআ-08-11-1442
প্রশ্নঃ
অনেকেই বলে এক মুসলমান অন্য মুসলমানের কাছে দুআ চাইবে কেন? যে দুআ চাইবে তার আল্লাহ আর যার কাছে দুআ চাইবে তার আল্লাহ কি ভিন্ন? আমি জানতে চাই এক মুসলমান অন্য মুসলমানের কাছে দুআ চাইতে পারবে কিনা?
সমাধানঃ
بسم الله الرحمن الرحيم
যারা এধরনের কথা বলে তারা সাধারনত মূর্খ, কুরআন-সুন্নাহের জ্ঞান তাদের নেই, এক মুসলমান অন্য মুসলমানের কাছে দুআ চাওয়ার বিষয়টি কুরআন-সুন্নাহ দ্বারা সুস্পষ্ট, হযরত ইউসুফ আঃ এর ভাইয়েরা তাদের পিতার কাছে দুআ চেয়ে ছিলেন, হযরত ওমর রাঃ ওমরায় যাওয়ার সময় স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দুআ চেয়েছেন, অতএব কোন মুসলমান অপর মুসলমানের কাছে দুআ চাইতে পারবে না এই কথা সঠিক নয় ও কুরআন-সুন্নাহ বিরোধী।
সুত্রসমূহ
সুরা ইউসুফঃ ৯৭-৯৮, তিরমিজী শরীফঃ ৫/৩৮
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।