রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি কখনো কারাভোগ করেছেন?

ফতওয়া কোডঃ 38-ইজী-08-11-1442

প্রশ্নঃ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি কখনো কারাভোগ করেছেন? শিআবে আবি তালিব কি কারাগার ছিল?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

শিআবে আবি তালিবের প্রসিদ্ধ ঘটনাকে কারাভোগ বলা ভুল হবে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ বছর ৭ মাস বা ৩ বছর কারাগারে ছিলেন এটিও ভুল, এটি মূলত একটি সামাজিক বয়কট করছিল, বনু হাশিম-বনু মুত্তালিবসহ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর অন্যান্য অনুসারীরা এ বয়কট ও নির্যাতনের অন্তর্ভুক্ত ছিলেন। এটি মূলত একটি সামাজিক বয়কট করছিল কারাভোগ নয়।

সুত্রঃ সিরতে নববী লি ইবনে কাসিরঃ ২/৪৩, ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাতঃ ২/৫২১-৫২২

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading