Darul Ifta, Rahmania Madrasah Sirajganj

মুসাফির কুরবানীর শেষ সময়ে মুকীম হলে করনীয়

ফতওয়া কোডঃ 49-যকু-11-11-1442

প্রশ্নঃ মুসাফির কুরবানীর শেষ সময়ে মুকীম হলে করনীয় কি?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

কুরবানীর সময়ের প্রথম দিনে মুসাফির থাকার পরে ৩য় দিন কুরবানীর সময় শেষ হওয়ার পূর্বে মুকীম হয়ে গেলে তার উপর কুরবানী ওয়াজিব হবে। পক্ষান্তরে প্রথম দিনে মুকীম ছিল অতপর তৃতীয় দিনে মুসাফির হয়ে গেছে তাহলেও তার উপর কুরবানী ওয়াজিব থাকবে না। অর্থাৎ সে কুরবানী না দিলে গুনাহগার হবে না।

সুত্রঃবাদায়েউস সানায়েঃ ৪/১৯৬, ফাতাওয়া খানিয়াঃ ৩/৩৪৬, আদ্দুররুল মুখতারঃ ৬/৩১৯

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

আপনিসহ এই ফতওয়াটি পড়েছেন মোট 465 জন।