ফতওয়া কোডঃ 50-যকু-11-11-1442
প্রশ্নঃ কুরবানীর চামড়া বিক্রির সময় কি নিয়ত করব?
উত্তরঃ بسم الله الرحمن الرحيم
কুরবানীর পশুর চামড়া বিক্রি করলে মূল্য সদকা করে দেওয়ার নিয়তে বিক্রি করবেন। সদকার নিয়ত না করে নিজের খরচের নিয়ত করা নাজায়েয ও গুনাহ। নিয়ত যা-ই হোক বিক্রিলব্ধ অর্থ পুরোটাই সদকা করে দেওয়া জরুরি।
সুত্রঃ ফাতাওয়া হিন্দিয়াঃ ৫/৩০১, কাযীখানঃ ৩/৩৫৪
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।
আপনিসহ এই ফতওয়াটি পড়েছেন মোট 474 জন।