খাসীকৃত ছাগল দ্বারা কুরবানীর বিধান

ফতওয়া কোডঃ 55-যকু-28-11-1442

প্রশ্নঃ

খাসীকৃত ছাগল দ্বারা কুরবানীর বিধান কি?

সমাধানঃ

بسم الله الرحمن الرحيم

খাসিকৃত ছাগল দ্বারা কুরবানী করা ‍শুধু জায়েয নয় বরং উত্তম।

সুত্রসমূহ

ফাতহুল কাদীরঃ ৮/৪৯৮, মাজমাউল আনহুরঃ ৪/২২৪, ইলাউস সুনানঃ ১৭/৪৫৩

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top