ফতওয়া কোডঃ 56-যকু-28-11-1442
প্রশ্নঃ কুরবানী করার উত্তম দিন কোনটি?
উত্তরঃ بسم الله الرحمن الرحيم
১ম দিন কুরবানী করা অধিক উত্তম, এরপর দ্বিতীয় দিন, এরপর তৃতীয় দিন।
সুত্রঃ রদ্দুল মুহতারঃ ৬/৩১৬, আদ্দুররুল মুখতারঃ ৬/৩১৭, কাযীখানঃ ৩/৩৫
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।
আপনিসহ এই ফতওয়াটি পড়েছেন মোট 530 জন।