Darul Ifta, Rahmania Madrasah Sirajganj

নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে কুরবানী করা অতিউত্তম

ফতওয়া কোডঃ 57-যকু-28-11-1442

প্রশ্নঃ নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে কুরবানী করা জায়েয?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

সামর্থ্যবান ব্যক্তির রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে কুরবানী করা অতিউত্তম, এটি বড় সৌভাগ্যের বিষয়ও বটে। নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আলী রা. কে তার পক্ষ থেকে কুরবানী করার ওসিয়্যত করেছিলেন। তাই তিনি প্রতি বছর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকেও কুরবানী করতেন।

সুত্রঃ সুনানে আবু দাউদঃ ২/২৯, জামে তিরমিযীঃ ১/২৭৫, ইলাউস সুনানঃ ১৭/২৬৮, মিশকাতঃ ৩/৩০৯

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

আপনিসহ এই ফতওয়াটি পড়েছেন মোট 469 জন।