ফতওয়া কোডঃ 67-আমামা-29-1-1443
প্রশ্নঃ
কোন মসজিদের জন্য কমিটি কর্তৃক ইমাম নির্ধারণ করা হলেও, নিযুক্ত ইমামের অজান্তে অন্য ইমাম নিয়োগ করা বৈধ কি? প্রথম ইমাম পূর্বের মাসের বেতন-ভাতা পাবেন কি? যদি কমিটি তা আদায়ে সক্ষমতা থাকা সত্ত্বেও আদায় না করে, তাতে কমিটির সবার গুনাহ হবে কি?
উত্তরঃ
بسم الله الرحمن الرحيم
শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া কমিটি কর্তৃক নির্ধারিত ইমামের অজান্তে অন্য ইমাম নিয়োগ করা বৈধ নয়। আগের ইমাম অবশ্যই তাঁর নির্ধারিত বেতন-ভাতা পাবেন। কমিটি তা আদায় করতে অবশ্যই বাধ্য। অন্যথায় কমিটি গুনাহগার হবে।
সুত্রসমূহ
রদ্দুল মুহতারঃ ৪/৪২৮, ফাতাওয়ায়ে মাহমুদিয়াঃ ৬/১৭৮, ১২/৪০২ ১/১৩
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।