ফতওয়া কোডঃ 66-প-11-1-1443
প্রশ্নঃ
সুপার গ্লু বা এমন শক্ত এবং মারাত্মক আঠা যদি হাতে লেগে যায় তাহলে এমতাবস্থায় অজু-গোসলের বিধান কি?
সমাধানঃ
بسم الله الرحمن الرحيم
সুপার গ্লু বা এমন শক্ত এবং মারাত্মক আঠা যা শরীরে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক। তা হাতে লেগে থাকা অবস্থায় অজু-গোসল শুদ্ধ হবে না।
সুত্রসমুহ
ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ ১/১৩, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাতঃ ৩/৬৯
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।