কোন মাজহাবটি মানা জরুরী?

ফতওয়া কোডঃ 74-ইকো-07-02-1443

প্রশ্নঃ চাঁর মাজহাবের কোনটি মানা জরুরী?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

মুসলমানদের জন্য চাঁর মাজহাবের যেকোন একটি মাজহাব অনুসরন করা ওয়াজিব।

সূত্রঃ সুরা নিসা ৫৯, তিরমিজী শরিফঃ ৫/৪২৭, বুখারী শরিফঃ ১/৪৪৪, তাকলিদ কি শরয়ী হাইসিয়াতঃ ৬২, ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাতঃ ১/৬৫১-৬৫২

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading