ফতওয়া কোডঃ 79-হউ-07-02-1443
প্রশ্নঃ
কারো স্ত্রী তার স্বামিকে তালাক দিতে পারবে কি?
সমাধানঃ
بسم الله الرحمن الرحيم
কোন স্ত্রী তার স্বামিকে তালাক দিতে পারবে না।
সূত্রসমূহ
সুরা নিসাঃ ৩৪, সুনানে ইবনে মাজাহঃ ১/৬৭২, রদ্দুল মুহতারঃ ৩/৩১৫, ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাতঃ ৬/৩৭২-৩৭৩
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।