এবছর (১৪৪৫ হিজরী) এর সর্বনিম্ন ফিতরা ১০০/=, সর্বোচ্চ ৩,৫৬০/= টাকা।

আরাম ও সৌন্দর্যের জন্য বা মেহমানদের আরামের জন্য ঘরে সোফাসেট রাখা বৈধ!

ফতওয়া কোডঃ 95-পোপ-20-03-1443

প্রশ্নঃ

আরাম ও সৌন্দর্যের জন্য বা মেহমানদের আরামের জন্য ঘরে সোফাসেট রাখা ইহুদী-নাসরাদের সাথে মিলিয়ে ফেলা সঠিক?

সমাধানঃ

بسم الله الرحمن الرحيم

রসুলুল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেয়ারে বসেছেন বলে স্পষ্ট হাদিসে রেওয়ায়াত এসেছে, অতএব লোক দেখানোর নিয়ত ছাড়া ও অমুসলিমদের অনুসরনের নিয়ত ছাড়া আরাম ও সৌন্দর্যের জন্য বা মেহমানদের আরামের জন্য ঘরে সোফাসেট বা আরামের আসবাব রাখতে কোন সমস্যা নেই।

সুত্রসমূহ

সহিহ মুসলিম ৬/১৪৮, আহসানুল ফাতাওয়াঃ ৮/১৪৭, ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাতঃ ১২/৩৬৪

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top