এবছর (১৪৪৫ হিজরী) এর সর্বনিম্ন ফিতরা ১০০/=, সর্বোচ্চ ৩,৫৬০/= টাকা।

পবিত্র কুরআনে কারিমের কাব্যানুবাদ করা জায়েয নয়!

ফতওয়া কোডঃ 96-কুকা-28-03-1443

প্রশ্নঃ

পবিত্র কুরআনে কারিমের কাব্যানুবাদ করা কতটুকো শরীয়ত সম্মত? এ ব্যাপারে বিস্তারিত জানালে উপকৃত হবো।

সমাধানঃ

بسم الله الرحمن الرحيم

পবিত্র কুরআনে কারিমের কাব্যানুবাদ করা শরীয়ত সম্মত নয়, ইতিপূর্বে এ সংক্রান্ত অনেক ফাতাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ফতওয়ার কিতাবে অতিবাহিত হয়েছে।

জামিআতুল উলুম আল ইসলামিয়া আল্লামা ইউসুফ বানুরী টাউন করাচী থেকেও স্পষ্ট নাজায়েয বলা হয়েছে।

দারুল উলুম দেওবন্দ থেকে শর্ত-সাপেক্ষে জায়েয বলা হলেও, এমন জায়েয কাজ না করা উত্তম বলে উক্ত ফতওয়ার মাধ্যমেই প্রমানিত হয়। কেননা লক্ষণীয় বিষয় হচ্ছে, যে সকল শর্তের ভিত্তিতে জায়েজ বলা হয়েছে সেগুলো খুবই সহজলভ্য নয়।

হাকীমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত, হজরত মাওলানা আশরাফ আলী থানবী রহ. বলেনঃ কুরআনে কারিমের কাব্যানুবাদ করা সম্পূর্ণ না জায়েজ।

আহলে সুন্নত ওয়াল জামাআতের গ্রহনযোগ্য মুফতিদের মতে পবিত্র কুরআনে কারিমের কাব্যানুবাদ করা পবিত্র কুরআনে কারিমের সাথে চরম বেআদবী, তাই এ কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

সুত্রসমূহ

تفسير ابن كثير: 3/299

الفتاوى الهندية: 2/267

إمداد الفتاوى: 4/51

مجمع الانهر: 1/639

و الله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top