নিফাস অবস্থায় স্বামী অধৈর্য হয়ে গেলে কী করবে? স্ত্রী দুধ পেটে চলে গেলে কি করবে?

ফতওয়া কোডঃ 94-নামা-20-03-1443

প্রশ্নঃ

১. নিফাস অবস্থায় স্বামী যৌন চাহিদার কারনে নিজেকে ঠিক রাখতে না পারলে কী করবে?

২. স্ত্রীর সাথে একান্ত সময় কাটাতে স্ত্রীর দুধ পেটে চলে গেলে কি করবে?

সমাধানঃ

بسم الله الرحمن الرحيم

১. এ অবস্থায় শুধুমাত্র স্ত্রীর যৌনাঙ্গ ছাড়া বাকি শরীরের মাধ্যমে যৌন চাহিদা মিটানো জায়েয।

২. স্ত্রীর সাথে একান্ত সময় কাটাতে স্ত্রীর স্তনের দুধ মুখে চলে গেলে ফেলে দিতে হবে। গিলে ফেলা মাকরূহে তাহরিমী। অবশ্য গিলে ফেললেও দুধ পানের হুরমতের হুকুম আসবে না।

সুত্রসমূহ

সুরা বাকারাহঃ ২৩৩, আদদুররুল মুখতারঃ ৪/৩৯৭, রদ্দুল মুহতারঃ ১/৩৮৬, ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ ১/৩৯, আল বাহরুর রাইকঃ ১/১৯৮, আউযাজুল মাসালিকঃ ১/৩২৬

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top