ফতওয়া কোডঃ 215-আমা-25-11-1445
প্রশ্নঃ
একটা মৃত ব্যক্তির দাফনের জন্য কয়েক জন লোক চার পাঁচ টা বাঁশ দান করে। এখন মৃত ব্যক্তির পরিবারের লোকজন সবগুলো বাঁশের দাম দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে, কিন্তু দানকারীরা নিতে আগ্রহী না, এমনকি তাদেরকে বলা হয়েছে দান করে দান ফিরিয়ে নেওয়া যায় না। তোমরা আমাদের বাঁশের টাকা দান করে দাও। তারা বলে যে আগে তোমাদের পাওনা পরিশোধ করে দেই পরে তোমরা দান করে দিয়ো। এখন আমার প্রশ্ন হল এই টাকাগুলো কি করতে হবে? সে নিজে খাইতে পারবে কিনা? বা মসজিদের ওযূ খানা নির্মাণ করার জন্য দান করতে পারবে কিনা বা এই টাকাগুলো কোন কাজে ব্যয় করতে হবে প্লীজ একটু জানাবেন?
সমাধানঃ
যারা বাঁশ দান করেছিলেন তারা তাদের সওয়াব পেয়ে গেছেন, এখন যদি মৃত ব্যক্তির পরিবারের লোকজন বাসের দাম নিতে বাধ্য করে, তাহলে উক্ত বাঁশের দাম গ্রহণ করে যে কোন ভালো কাজে খরচ করা যেতে পারে। যারা বাঁশ দান করেছিলেন তারা নিজেদের জন্য উক্ত টাকা খরচ না করলেই ভালো, প্রশ্নে উল্লেখিত মসজিদের অজুখানা নির্মাণের জন্য খরচ করা যেতে পারে।
সুত্রসমূহ
سورة البقرة: 254 یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِمَّا رَزَقْنٰكُمْ
الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَان: 5105 أَلَا لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।