দ্বীনি কাজের জন্য জমানো টাকা হারিয়ে গেলে ক্ষতিপূরণ দিতে হবে কি?
ফতওয়া কোডঃ 33-জাস-29-10-1442
প্রশ্নঃ দ্বীনি কাজের জন্য জমানো টাকা হারিয়ে গেলে তার বিধান কি? ক্ষতিপূরণ দিতে হবে কিনা?
উত্তরঃ بسم الله الرحمن الرحيم
প্রশ্নে বর্ণনামতে যদি উক্ত জমানো টাকার মধ্যে মান্নতের নিয়ত না করা থাকে, অনেক খোঁজাখুঁজি করার পর না পাওয়া যায়, তাহলে উক্ত হারিয়ে যাওয়া টাকায় দান সদকার নিয়ত করবে এবং কোনো ক্ষতিপূরণ দিতে হবে না।
সুত্রঃ বাদায়েউস সানায়েঃ ৫/৮১, আপকে মাসায়েল আওর উনকা হলঃ ৩/৪১৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাতঃ ৭/৪২৪
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।
আপনিসহ এই ফতওয়াটি পড়েছেন মোট 238 জন।