ফতওয়া কোডঃ 35-আআ-08-11-1442
প্রশ্নঃ
কোন ছাত্র যদি লেখাপড়া বা মাদ্রাসার কোনো গুরুত্বপূর্ণ কাজে অবহেলা করে, তাহলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা বা বেত্রাঘাত করা কতটুকু শরীয়ত সম্মত?
সমাধানঃ
بسم الله الرحمن الرحيم
প্রশ্নে লেখাপড়ায় অবহেলা করলে বুঝিয়ে কাজ নিতে হবে, এজন্য গালিগালাজ করা কোনভাবেই শরীয়ত সম্মত নয়, স্বাভাবিক বেত্রাঘাত দোষণীয় নয়, তবে ছাত্রের পিতা-মাতারা যেহেতু বর্তমানে বেত্রাঘাতের অনুমতি দেয় না, তাই নাবালেগ ছাত্রদেরকে বেত্রাঘাত করা যাবেনা, মাদ্রাসার/ব্যক্তিগত কাজ না করলে বা এক্ষেত্রে অবহেলা করলে কোনভাবেই গালি দেয়া বা বেত্রাঘাত করা শরীয়ত সম্মত নয়।
সুত্রসমূহ
হেদায়াঃ ৪/১৩২, বাদাইয়ুস সানায়েঃ ৭/৬৩, রদ্দুল মুহতারঃ ৬/৪৩০, কেফায়াতুল মুফতিঃ ২/২০৩, ফাতাওয়ায়ে মাহমুদিয়াঃ ১৬/১০২
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।