ফতওয়া কোডঃ 102-হাহা-18-04-1443
প্রশ্নঃ কেঁচো দিয়ে মাছ শিকার করা বৈধ কি?
উত্তর : بسم اللہ الرحمن الرحیم
তাজা (জীবিত) কেঁচো দিয়ে মাছ শিকার করা জায়েয নয়, তবে মরা কেঁচো দিয়ে মাছ শিকার করা জায়েয।
সুত্রঃ সহিহ বুখারি শরীফঃ হাদিস নং ৫৫১৩, আদ্দুররুল মুখতারঃ ৬/৪৭৪, ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ ৫/৩৬২, ফাতাওয়ায়ে মাহমুদিয়াঃ ১২/৩৯৭, তাকমিলাতু ফাতহিল মুলহিমঃ ৩/৫৪০
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।
আপনিসহ এই ফতওয়াটি পড়েছেন মোট 460 জন।