ফতওয়া কোডঃ 103-আআ-19-04-1443
প্রশ্নঃ
কিবলার দিকে পা দিয়ে ঘুমানো উচিত হবে কি?
সমাধানঃ
بسم اللہ الرحمن الرحیم
ইচ্ছাকৃত ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় পবিত্র কা’বা শরীফ বা কিবলার দিকে পা দিয়ে ঘুমানো মাকরূহ, তবে অনিচ্ছায় হলে সমস্যা নেই।
সুত্রসমূহ
সুরা হজ্জ্বঃ ৩২, ফাতাওয়া হিন্দিয়াঃ ৫/৩১৯, আল মুহিতুল বুরহানীঃ ৮/১০, ফাতওয়ায়ে মাহমুদিয়াঃ ২৯/১৭৪
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।