ফতওয়া কোডঃ 103-আআ-19-04-1443
প্রশ্নঃ কিবলার দিকে পা দিয়ে ঘুমানো উচিত হবে কি?
উত্তর : بسم اللہ الرحمن الرحیم
ইচ্ছাকৃত ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় পবিত্র কা’বা শরীফ বা কিবলার দিকে পা দিয়ে ঘুমানো মাকরূহ, তবে অনিচ্ছায় হলে সমস্যা নেই।
সুত্রঃ সুরা হজ্জ্বঃ ৩২, ফাতাওয়া হিন্দিয়াঃ ৫/৩১৯, আল মুহিতুল বুরহানীঃ ৮/১০, ফাতওয়ায়ে মাহমুদিয়াঃ ২৯/১৭৪
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।
আপনিসহ এই ফতওয়াটি পড়েছেন মোট 484 জন।