স্বামী-স্ত্রী যে ঘরে থাকে, সেখানে অন্য কেউ প্রবেশ করবে না?

ফতওয়া কোডঃ 127-বি-24-05-1443

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলোঃ স্বামী ও স্ত্রী যে ঘরে থাকে, সে ঘরে কোনো গায়রে মাহরাম পুরুষ প্রবেশ করবেন না। এই ধরনের কোন বিধান শরীয়তে আছে কি?

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

হ্যা, এটা কোন কোন স্ত্রীর আবেদনের ভিত্তিতে হতে পারে। কেননা শরিয়তে একজন স্ত্রীর জন্য অনুমতি আছে যে, সে স্বামীর কাছে আলাদা কোন ঘর চাইতে পারবে, যাতে পুরুষের কোন আত্বীয় উক্ত ঘরে প্রবেশ না করতে পারে৷ অর্থাৎ মহিলাকে আলাদা কোন ঘর দেয়া হতে পারে, যাতে কেহ তার অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করতে না পারে৷

সুত্রসমূহ

الدر المختار مع رد المحتار: 3/601

الشرح الوقاية: 2/177 وله منع والديها وولدها من غيره من الدخول عليها

بهشتی زیور: 4/311 جس طرح عورت کو اختیار ہے کہ اپنے لئے کوئی الگ گھر مانگے جس میں مرد کا کوئی رشتہ دار نہ رہنے پاوے فقط عورت ہی کے قبض میں رہے

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top