যিলহজ মাসের প্রথম ১০ দিনে নখ-চুল না কাটার আমল কাদের জন্য?

ফতওয়া কোডঃ 162-যকু-28-11-1443

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম, যিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে ঈদের নামাজ পর্যন্ত যিনি কুরবানি দেয় শুধু কি সে তার হাত-পায়ের নখ ও পশম কাটবে না? নাকি তার পরিবারের সকল সদস্যদের কাটা নিষেধ?

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

যারা কুরবানি করতে সক্ষম এমনটি নয় বরং যারা কুরবানি করতে সক্ষম নয় তারাও এই আমল পালন করতে পারে। অর্থাৎ যিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে ঈদের নামাজ পর্যন্ত নিজের চুল, নখ, গোঁফ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে পারে। কেননা যে কোনো মুসলমান যদি এ দিনগুলোতে চুল, নখ, গোঁফ ইত্যাদি না কেটে ঈদের দিন কাটে, তবে তাদের পূর্ণ কুরবানির সওয়াব দেওয়া হবে বলে হাদীসে বর্ণিত হয়েছে।

সুত্রসমূহ

صحيح المسلم: رقم 1977

صحيح المسلم: رقم 6575

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top