ফতওয়া কোডঃ 178-জুই-28-04-1444
প্রশ্নঃ
আসসালামু আলাইকুম, জুমুআর খুতবায় দুআর সময় খতিব সাহেবসহ মুসল্লিরা সম্মিলিত ভাবে হাত তুলে দুআ করা জায়েজ আছে কি? আর যদি জায়েজ না হয় তাহলে এটা কি বিদআত হবে?
সমাধানঃ
খুতবায় হাত তুলে দুআ করার অনুমতি নেই, ইমাম-মুসল্লী দুই জনের জন্যই, বরং এ সময় কেবল তৰ্জনীর ইশারায় দুআ করার অনুমতি আছে, খতীবকে হাত তুলে দুআ করতে দেখে বহু সলফ বদ দুআ করতেন।
বিশর বিন মারওয়ানকে খুতবায় হাত তুলে দুআ করতে দেখে হযরত উমারাহ বিন রুআইবান রহ. বললেনঃ ঐ হাত দুটিকে আল্লাহ তাআলা বিকৃত করুন।
হযরত মাসরুক রহ. বলেনঃ জুমুআর দিন ইমাম-মুক্তাদি মিলে যারা হাত তুলে দুআ করে আল্লাহ তাআলা তাদের হাত কেটে নিন।
অনুরুপ ভাবে শরিয়তে অনুমতি নাই মুক্তাদীদের হাত তুলে দোআ করা, বরং ইমাম খুতবায় হাত না তুলে দুআ করলে মুক্তাদী হাত না তুলেই একাকী নিন্মস্বরে বা চুপে চুপে আমীন বলবে।
হা, খুতবায় বৃষ্টি প্ৰাৰ্থনা বা বৃষ্টি বন্ধ করার জন্য দুআ করার সময় ইমাম-মুক্তাদী সকলে হাত তুলে দুআ করবেন। এবং মুক্তাদীরা আমীন আমীন বলবেন।
সুত্রসমূহ
صحيح المسلم: رقم 874
سنن ابي داؤد: رقم 04
مصنف ابن ابي شيبة: رقم 5491-5493
صحيح البخاري: رقم 932-933, 1013-1029
سنن الترمذي: كتاب الجمعة
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।