এবছর (১৪৪৫ হিজরী) এর সর্বনিম্ন ফিতরা ১০০/=, সর্বোচ্চ ৩,৫৬০/= টাকা।

ভুলে সাজদায়ে সাহু ভুলে গেলে, নামাজ শেষে মনে পরলে করনীয়

ফতওয়া কোডঃ 181-সা-30-06-1444

প্রশ্নঃ

আমার নামাযে ওয়াজিব ছুটে যায়। কিন্তু শেষ বৈঠকে ভুলে সাহু সাজদাহ না করে উভয় দিকে সালাম ফিরিয়ে নামাযের পরবর্তী আমল তাসবিহ আদায় শুরু করি। যখন সুবহানাল্লাহ ২/৩বার পাঠ করি তখন সাহু সাজদাহর কথা স্বরণ হয় এবং সাথে সাথে তা আদায় করি। এমতাবস্থায় আমার নামায কি হয়েছে? আর তাসবিহ পাঠ করা কি নামাজ পরিপন্থী কাজ?

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

প্রশ্নোক্ত সুরতে সাহু সিজদার পর তাশাহুদ পড়লে আপনার নামায হয়েছে। অন্যথায় ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হবে। তাসবীহ পাঠ করা নামাজ পরিপন্থী নয়।

সুত্রসমূহ

رد المحتار على الدر المختار: 2/558

مراقي الفلاح: 250

الفتاوى الرحيمية: 5/194

فتاوى محمودية: 11/524

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top