ফতওয়া কোডঃ 16-স-23-08-1442
প্রশ্নঃ
রোজা রেখে গোশতে যদি খাদ্য জাতিয় কোন ইঞ্জেক্শন নেওয়া হয়, তাহলে কি রোজা ভেঙ্গে যাবে?
সমাধানঃ
بسم الله الرحمن الرحيم
রোজা রেখে গোশতে যদি খাদ্য জাতিয় কোন ইঞ্জেক্শন নেওয়া হয়, তাহলে রোজা ভাঙ্গবে না, তবে অতি বিনা প্রয়োজনে এমন ইঞ্জেক্শন নিলে রোজা মাকরুহ হবে।
সূত্রসমূহ
فتاوى رحيمية: 2/38
فتح القدير: 2/257
فتاوى فقيه الملت: 5/442-443
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।