এবছর (১৪৪৫ হিজরী) এর সর্বনিম্ন ফিতরা ১০০/=, সর্বোচ্চ ৩,৫৬০/= টাকা।

হিন্দু বা ভিন্ন ধর্মের ব্যাক্তির দান মসজিদে গ্রহণ করা যাবে কি না?

ফতওয়া কোডঃ 18-আমামা-05-09-1442

প্রশ্নঃ

কোন হিন্দু বা ভিন্ন ধর্মের ব্যাক্তির দান মসজিদে গ্রহণ করা যাবে কি না?

সমাধানঃ

بسم الله الرحمن الرحيم

ইসলাম ও মুসলমানদের কোন প্রকার ক্ষতির আশংকা না থাকলে এবং অমুসলিম ব্যাক্তি মসজিদকে পবিত্র মনে করে দান করলে তা গ্রহন করা ও মসজিদে ব্যয় করা যাবে।

সূত্রসমূহ

امداد الفتاوى: 2/664

فتح القدير: 5/417

فتاوى فقيه في الملت: 9/106

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top