উযর ছাড়া হাফ হাতা গেঞ্জি/জামা পরে নামাজ আদায় করা মাকরুহ

ফতওয়া কোডঃ 19-সা-05-09-1442

প্রশ্নঃ

হাফ হাতা গেঞ্জি/জামা পরে নামাজ আদায় করলে নামাজ হবে কি না?

সমাধানঃ

بسم الله الرحمن الرحيم

উযর ছাড়া হাফ হাতা গেঞ্জি/জামা পরে নামাজ আদায় করা মাকরুহ।

সূত্রসমূহ

احسن الفتاوى: 3/408

فتاوى محمودية: 14/200

فتاوى فقيه الملت: 3/517, 3/519

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top