ফতওয়া কোডঃ 218-প-16-12-1445
প্রশ্নঃ
নামাজের ভিতর পায়ের নিচে মশা পরে অনেক খানি রক্ত বের হয়ে পায়ে লাগছে, এই হালাতে আমার নামাজের অবস্তা কি হবে?
সমাধানঃ
নামাজ হয়ে গেছে, কোননা মশার রক্ত প্রবাহিত রক্ত না হওয়ায় তা নাপাক নয়।
সুত্রসমূহ
الفتاوى الهندية: 1/46 ودم البق والبراغيث والقمل والكتان طاهر وإن كثر، كذا في السراج الوهاج
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।