ফতওয়া কোডঃ 31-সা-29-10-1442
প্রশ্নঃ মুআজ্জিন সাহেব ইকামতের সময় হাঁটাচলা করেন, এক কাতার থেকে অন্য কাতারে যান, মুআজ্জিন সাহেবের ইকামতের উক্ত পদ্ধতি সঠিক কিনা, তাকে পুনরায় ইকামত দিতে হবে কিনা?
উত্তরঃ بسم الله الرحمن الرحيم
মুআজ্জিন সাহেব উক্ত কাজ ঠিক করেননি, ইকামতের সময় এমন কাজ করা অনুত্তম, তবে এক্ষেত্রে পুনরায় ইকামত দেওয়ার প্রয়োজন নেই ইকামত আদায় হয়ে গেছে।
সুত্রঃ আল মুহিতুল বুরহানিঃ ১/৩৪৫, ফাওয়াওয়ায়ে কাজিখানঃ ১/৩৮, আল বাহরুর রায়েকঃ ১/২৫৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাতঃ ৩/২১৪
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।
আপনিসহ এই ফতওয়াটি পড়েছেন মোট 507 জন।